কাদেরকে যাকাত দিলে বেশি ফযীলত

اِنّٰـمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَ‌اءِ وَالْمَسَاكِيْنَ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةُ قُلُوْبُهُمْ وَفِي الرِّ‌قَابِ وَالْغٰرِ‌مِيْنَ وَفِي سَبِيْلِ اللهِ وَابْنِ السَّبِيْلِ ۖ فَرِ‌يْضَةً مِّنَ اللهِ ۗ وَاللهُ عَلِيمٌ حَكِيْمٌ.
৪ জোড়া- ৮টি খাত : যথা

  • ১) ফক্বীর (যার এক বেলা খাবার আছে আরেক বেলা নেই)-মিসকীন (যার আয়ের চেয়ে ব্যয় বেশী)
  • ২) যাকাত সংগ্রহকারী আমিল ও নও মুসলিম।
  • ৩) ২টি মুক্তি: দাস মুক্তি ও ঋণমুক্তির জন্য।
  • ৪) ২টি রাস্তা: মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদকারী এবং রাস্তায় অভাবগ্রস্ত মুসাফির।

সম্মানিত হানাফি মাযহাব মতে- যে কোন একটি খাতে যাকাত দিলেই যাকাত আদায় হবে।
হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
- গরীব ত্বলিবুল ইলম উনাদের পবিত্র যাকাত দেয়া লক্ষ-কোটি গুণ বেশী ফযীলতের কারণ।